• শনিবার ০৬ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২২ ১৪৩১

  • || ২৮ জ্বিলহজ্জ ১৪৪৫

চার যানবাহনের সংঘর্ষে আহত ৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

নবীনগর-চন্দ্রা মহাসড়কে মহাসড়কে বিকল হয়ে পড়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ও কাভার্ডভ্যানে থাকা অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২ মে) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় নিহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি। আহতদের নাম পরিচয় জানায়নি পুলিশ। জানা গেছে, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগরমুখী লেনে একটি যাত্রীবাহী বাস হঠাৎ বিকল হয়ে পড়ে। এ সময় পেছনে থাকা একটি বড় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে সজোরে আঘাত লাগে।

একই সময় পেছন থেকে আসা একটি দ্রুত গতির ড্রাম ট্রাক ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও বাসের ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সড়কটির নবীনগর মুখী লেনে পল্লীবিদ্যুৎ থেকে পলাশবাড়ি এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।