• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

প্রাইভেট কারে মিলল ৩৯ কেজি গাঁজা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

গাঁজা বহন করে গাড়ি যোগে যাওয়ার সময় মোশাররফ হোসেন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় প্রাইভেট কার, ৩৯ কেজী গাঁজা ও একটি মোবাইল জব্দ করা হয়। রবিবার (২ জুন) আাসামিকে থানায় সোপর্দ করে র‌্যাব।

শনিবার রাতে শ্রীপুর থানার হালুকাইদ এলাকায় গাড়ি তল্লাশি করে আাসামি গ্রেপ্তার ও আলামত জব্দ করে তারা। মোশাররফ হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদরের দুলাল মিয়ার ছেলে। র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাজীপুর জেলার জয়দেবপুরের দিকে প্রাইভেট কার যোগে গাঁজা বহন করে একটি প্রাইভেট গাড়ি যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যা-১ এই অভিযান পরিচালনা করে। এ সময় গাড়ি থেকে ৩৯ কেজি গাঁজা ও একটি মোবাইল জব্দ করা হয়। মাদক বহনের দায়ে গাড়িটিও জব্দ করে র‌্যাব।

আসামির বরাত দিয়ে র‌্যাব জানায়, ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে স্বীকার করে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করেন।