• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

বাদাম ক্ষেতে দুই রাসেলস ভাইপার, অতঃপর...

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

রাজবাড়ীর পদ্মার চরে বাদাম তুলতে গিয়ে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষক নাদের বিশ্বাস বলেন, সকালে বাদাম তোলার জন্য ক্ষেতে আসি। তোলা শুরু করলেই বাদামের গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পাই। সকালে একটি এবং দুপুরে আরেকটিকে পিটিয়ে মেরে নদীতে ফেলেছি। আরো কয়েকটি পালিয়েছে। এখন বাদাম তুলতে ভয় পাচ্ছি। আরেক কৃষক সবুজ বিশ্বাস বলেন, হঠাৎ বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনা চরে বেড়েছে।

আমরা ভয়ে ক্ষেতে নামতে পারছি না। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। পদ্মার চরে বাদাম লাগিয়েছি। কিন্তু ভয়ে এখন সেই বাদাম তুলতে পারছি না। কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা। পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, আমরা শুনেছি রাসেলস ভাইপারের কারণে কৃষকদের ফসল ঘরে উঠানো অনেক কষ্টকর হয়ে পড়েছে। ফসল তোলার জন্য কৃষকদের দলবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। কাজ করার সময় শব্দ করে কাজ করতে হবে। যেন ওই খানে সাপ থাকলে সরে যায়।

এর আগে শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর-আফড়ার চরে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সেটিকে পিটিয়ে মেরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে মধু বিশ্বাসকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।