• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

বিয়ে করে ফেললেন সোনাক্ষী-জহির

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

এত দিন গুঞ্জন ছিল, এখন তা সত্যি। গতকাল রাতে বিয়েটা সেরেই ফেললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। দুই পরিবার ও তাঁদের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ে। দুজন ভিন্ন ধর্মের হওয়ার কারণে কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি প্রক্রিয়ায় বিয়ে করেছেন তাঁরা।

বিয়েতে বলিউড থেকে টাবু, আয়ুশ শর্মা, অদিতি রাও হায়দারি, হানি সিং সহ অনেকে উপস্থিত ছিলেন। বিয়ের আগে স্থানীয় মসজিদে গিয়ে প্রার্থনা করেছেন নবদম্পতি। এর আগে শনিবার রাতে সোনাক্ষীর বাড়িতে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা। সেখানে তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা, মা পুনম সিনহা, সোনাক্ষীর বন্ধু হুমা কুরেশি হাজির ছিলেন। জানা গেছে, ২০২০ সাল থেকে প্রেম করছিলেন সোনাক্ষী ও জাহির। একসঙ্গে তাঁদের বিভিন্ন পর্যটন গন্তব্যে অবকাশ যাপন করতে দেখা গেছে। যদিও সম্পর্ক নিয়ে দুজনই সতর্কতার সঙ্গে নীরবতা পালন করেছেন। ২০২২-এ ‘ব্লকবাস্টার’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেন তাঁরা। একই বছর তাঁদের দেখা গেছে ‘ডাবল এক্সএল’ চলচ্চিত্রে।