• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

মৃত্যুর আগে আক্ষেপ করে যা বলেছিলেন শাহজাহান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

জেলখানায় কাটানো নিজের বন্দী জীবনের স্মৃতিগুলোএভাবেই শেয়ার করেছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান। তুলে ধরেছিলেন জেলখানায় ঘটে যাওয়া অনেক অজানা তথ্য। জানিয়েছিলেন বিয়ে করবেন ২০ বছরের এক তরুণীকে। সেই স্বপ্ন পুরণও করেছিলেন। কিন্তু সেই সুখ কপালে সইল না জল্লাদের। জানিয়েছিলেন তার ভবিষ্যত পরিকল্পনাগুলো। ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের। 

কিন্তু এই সবই আজ স্মৃতির ফ্রেমে বন্দী। ২৪ জুন রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান। তার বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঢাকার হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

জীবনের সোনালি অধ্যায়গুলো কারাগারের চারদেয়ালেই কেটেছে জল্লাদ শাহজাহানের। ১ বছর কিংবা দুবছর নয় দীর্ঘ ৪৪ বছর ছিলেন অন্ধকার কারাগারে। দীর্ঘ কারাজীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করে আলোচনায় আসেন জল্লাদ শাহজাহান। 

এরপর গেল বছরের ১৮ জুন মুক্তি পান তিনি। মুক্তির পর শখ করেই করেন বিয়ে। কিন্তু স্ত্রীর সাথে বাধে বিপত্তি। তাইতো আক্ষেপ করে বলেছিলেন জেলখানার অন্ধকার জীবনই আমার ভাল ছিল।অনেকটা অভিমান আর এক বুক চাপা কষ্ট নিয়ে অবশেষে অন্ধকারেই মিশে গেছেন তিনি। যেখান থেকে আর কখনও ফিরবেন না।