• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন ডেকেছেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং এমন তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত শুক্রবার নয়াদিল্লি যান। দুই দিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর শেখ হাসিনাই প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে ভারতে দ্বিপক্ষীয় সফর করলেন। এবার শেখ হাসিনার ভারত সফরকালে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।