• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

লা*শ কার? এই বলেই পড়ে থাকল ৭ ঘণ্টা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

এলাকাটি রেল পুলিশের, নাকি ফাঁড়ি পুলিশের? এই শঙ্কায় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে রেস্ট হাউজ এলাকায় অজ্ঞাত (৪৫) এক ভিক্ষুকের লাশ পড়ে ছিল প্রায় ৭ ঘণ্টা। রেল পুলিশ না আসায় অবশেষে লাশটি উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। 

সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এদিকে লাশের ব্যাপারে কথা বলতে চেয়ে বিকালে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সান্তাহার রেলওয়ে রেস্ট হাউজের মূল গেটের সামনে ওই অজ্ঞাত ভিক্ষুকের লাশ পড়ে ছিল। সেখানকার নাইট গার্ড শফি লাশটি দেখার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রায় ৫০ গজ উত্তরে (চা-বাগান মহল্লার সড়কের সামনে) লাশটি রেখে যান।

এ কারণে স্থানীয়রা রেল পুলিশকে খবর না দিয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেন। কিন্তু স্থানটি রেলওয়ে রেস্ট হাউজ সংলগ্ন হওয়ায় তারাই (রেল পুলিশ) লাশটি উদ্ধার করবে ভেবে বিকাল পর্যন্ত ফাঁড়ি পুলিশ সেখানে আসেননি। পরে মানবিক কারণে ফাঁড়ি পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করেন। লাশটি কেন সরিয়ে রাখলেন এ ব্যাপারে নাইট গার্ড শফির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।