• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হ*ত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

নারায়ণগঞ্জে প্রকাশ্যে নাসির (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক কারবারিরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির জেলার সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। সে হোসিয়ারি শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, রাতে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে একদল মাদক কারবারি প্রকাশ্যে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে দ্রুত তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি, বিস্তারিত পরে জানাতে পারব।