• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

চলে গেলেন ডিএসএলের সহ–উদ্ভাবক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের ফল নির্ধারণ করতে ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতি অন্যতম সহ–উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ গত শুক্রবার ৮৪ বছর বয়সে মারা গেছেন। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে ১৯৩৯ সালে জন্ম নিয়েছিলেন ডাকওয়ার্থ। 

প্রাথমিকভাবে ১৯৯৭ সালে প্রথম ডিএলএস পদ্ধতি প্রয়োগ করা হয় ক্রিকেট ম্যাচে। এরপর ২০০১ সাল থেকে আইসিসি আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করে নেয়। ইংলিশ পরিসংখ্যানবিদ ডাকওয়ার্থের সঙ্গে এটি তৈরিতে কাজ করেন টনি লুইস। ২০১৪ সালে ডিএল পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পর নাম বদলে ফেলা হয়। তখন সঙ্গে অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্নের নাম জুড়ে যায়৷ বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেও তাদের তৈরি এই পদ্ধতিতে ফলাফল বের করে আনার সুফল উপভোগ করছে ক্রিকেট। এর আগে তার অন্যতম সহযোগী ও নিয়মটির আরেক প্রবর্তক টনি লুইস মারা যান ২০২০ সালের এপ্রিলে।