• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ল যুবক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর হোসেন (৩০) নামে এক যুবক। এতে কিশোরগঞ্জের তিন উপজেলায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। এরপর দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে টাওয়ার থেকে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। আজ বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে ঘটে এ ঘটনা।

আলমগীর হোসেন ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের মনজিল মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া আলমগীর হোসেন নামের এই যুবক মানসিক ভারসাম্যহীন।
স্থানীয়রা জানায়, আজ সকালে সবার অজান্তে বাড়ির সামনের হাওর সাঁতরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়।

এ ঘটনার খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে অভিযানে নামে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনেন তারা। এমন ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরটি জানার পর ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই।

উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ওই যুবককে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।