• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

গাজীপুরে পুলিশ পরিচয়ে চালভর্তি ট্রাক ছিনতাই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

গাজীপুরের পূবাইলে পুলিশ পরিচয়ে ট্রাক ভর্তি ৬০০ বস্তা চাল ছিনতাইয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল থানার শিমলা গ্রামের রাজু মিয়ার ছেলে আব্দুল খালেক (২৬) ও একই জেলার ভুয়াপুর থানার শালদাইর গ্রামের কোরবান আলীর ছেলে সোনা মিয়া (৩৭)। তাদের দেওয়া তথ্য লুট হওয়া পুরো চাল উদ্ধার হয়েছে।

পূবাইল থাসনার ওমি মো. কামরুজ্জামান জানান, গত শুক্রবার রাতে বগুড়া থেকে ৬০০ বস্তা চাল  নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জ যাচ্ছিল। ঢাকা বাইপাস সড়ক দিয়ে পূবাইলের নাগদা ব্রিজ এলাকায় পৌঁছালে সাদা রঙের প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। এ সময় ওই পুলিশ পরিচয়ে ট্রাকের চালক ও হেলপারকে প্রাইভেটকারে উঠানো হয়। পরে তাদেরকে মারধর করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি নিয়ে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় ট্রাক মালিক ধনঞ্জয় চন্দ্র মহন্ত বাদী হয়ে গত রবিবার পূবাইল থানায় মামলা করেন। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই চালের ক্রেতা।