• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

কারাগারে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সৈয়দ আলম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত সৈয়দ আলম কক্সবাজার জেলার উখিয়া থানার মৃত ছলিম রহমান ছেলে।

কারা কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার রাতে ওই হাজতি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে  কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজতি সৈয়দ আলমকে গত ৯ জুন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাজতি সৈয়দ আলমের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।