• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

লৌহজংয়ে রাসেলস ভাইপার হস্তান্তর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

মুন্সীগঞ্জের পদ্মা পার হতে আটক দুটি রাসেলস ভাইপার সাপ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বন বিভাগ তা রেস্কো টিমকে বুঝিয়ে দিয়েছে। এ তথ্য নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি সারা দেশে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লৌহজং উপজেলাটি পদ্মা নদী সংলগ্ন হওয়ায় এখানেও রাসেলস ভাইপারের উপদ্রব দেখা যায়। আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে ইতিমধ্যে উপজেলা প্রশাসন হতে জনগণকে অবহিত করা হয়েছে। অনেকেই রাসেলস ভাইপার সাপ ভেবে অজগরসহ অন্যান্য সাপ মেরে ফেলছে। এটি পরিবেশের জন্য ভবিষ্যতে হুমকির কারণ হতে পারে।

স্থানীয় তরু ওঝা নামে এক ব্যক্তি দুটি রাসেলস ভাইপার সাপ আটক করে। বৃহস্পতিবার দুপুরে তার কাছে থাকা সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
তরু ওঝা জানান, গত কয়েক দিন ধরে এলাকায় রাসেলস বাইপারের দেখা মিলছে। সাপ দুটি পদ্মা নদী সংলগ্ন এলাকা হতে আটক করা হয়।

স্থানীয় খবর দিলে সাপ দুটো আটক করা হয়। আজ সাপ দুটি বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম খান বলেন, তরু ওঝার কাছে থাকা দুটি রাসেলস ভাইপার সাপ বুঝে নিয়েছি। এবং তা ঢাকা থেকে আগত রেস্কো টিমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। রেস্কো টিম সাপ দুটির যথাযথ ব্যবস্থা নিবে।