• মঙ্গলবার ০২ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৪ জ্বিলহজ্জ ১৪৪৫

তাইওয়ানের শান্তির সুফল বিশ্ব পাবে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

তাইওয়ান প্রণালিতে শান্তি নিশ্চিত হলে তার সুফল পুরো বিশ্ব পাবে। তাইচুং শহরে একটি সেনাঘাঁটিতে নতুন সেনাদের উদ্দেশে শুক্রবার (২৮ জুন) এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, এই শান্তি ছাড়া সমৃদ্ধি বা নিরাপত্তা সম্ভব নয়। 

লাই বলেন, তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন সেনারা। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বৈশ্বিক নিরাপত্তা ও সাফল্যের জন্য অপরিহার্য। গত মাসে লাই ক্ষমতা গ্রহণের পর তাইপের চারপাশে দুদিনব্যাপী যুদ্ধজাহাজ মোতায়েন করে বেইজিং। তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে চীন। শুধু তা-ই না, প্রেসিডেন্ট লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে।

তবে চীনের এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইওয়ান। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম একটি জলপথ তাইওয়ান প্রণালি। এই প্রণালির ওপর দিয়ে নিয়মিত যুদ্ধবিমান ও জলপথে যুদ্ধজাহাজ চলাচল করে। গত চার বছরে তাইওয়ান প্রণালির চারপাশে সামরিক কার্যকলাপ বাড়িয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহজুড়ে তাইওয়ানের কাছাকাছি ২০৩টি চীনা সামরিক বিমান চিহ্নিত করেছে। সেগুলো দ্বীপরাষ্ট্রটি থেকে মাত্র ৫৭ কিলোমিটার দূরে ছিল।