• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

৬ ফুট লম্বা বিষাক্ত গোখরা পিটিয়ে মা*রল জনতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

নেত্রকোনার মদনে প্রায় ৬ ফুট লম্বা বিষাক্ত মাচ্ছুয়া গোখরা সাপকে পিটিয়ে মেরেছে জনতা। হাওরের পানি বৃদ্ধি পাওয়া বিষাক্ত সাপটি বসতবাড়িতে প্রবেশ করে। শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী (মনিকা কান্দাপাড়া) গ্রামে সাপটিকে মারা হয়। এর আগে গত বুধবার রাত ৯টার একই স্থানে ৬ ফুট লম্বা বিষাক্ত মাচ্ছুয়া গোখরা সাপকে পিঠিয়ে মারা হয়েছিল।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলা অধিকাংশ গ্রামের চার পাশে বর্ষার পানি থৈ থৈ করছে। অপর দিকে সারা দেশে বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার রাতে বিষাক্ত সাপটি কদমশ্রী মনিকা কান্দাপাড়া গ্রামে ফারুক তালুকদারের বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় ওই গ্রামের অলিউল্লাহ নামের এক যুবক হাওরে মাছ ধরতে গেলে তার সামনে পড়ে। পরে স্থানীয় লোকজন বিষাক্ত মাচ্ছুয়া গোখরা সাপটিকে পিটিয়ে মারে। শনিবার রাতে ঠিক আগের জায়গায় আরেকটি ৬ ফুট লম্বা মাচ্ছুয়া গোখরা সাপকে পিটিয়ে মারা হয়।

কদমশ্রী গ্রামের মেহেদী হাসান পরশ নামের এক যুবক জানান, ‘কয়েকজন কিশোর মাছ ধরার জন্য গেলে সাপটি দেখতে পায়। পরে আমরা সাপটিকে পিটিয়ে মারা হয়। বুধবার ঠিক এইক স্থানে আরেকটি সাপ মারা হয়েছিল। হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় মূলত সাপ বসতবাড়িতে চলে আসে।’ গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, ‘হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় মূলত সাপ বসতবাড়িতে চলে আসে। আমার এলাকায় আজ আরেকটি বিষাক্ত সাপ মারা হয়েছে। গত বুধবার ঠিক এইক স্থানে আরেকটি সাপ মারা হয়েছিল।