• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে শিশুসহ ১১ জনের মৃত্যু, সতর্কতা জারি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

ভারতের বৃষ্টি বিপর্যস্ত রাজধানী দিল্লিতে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে জমে থাকা পানিতে ডুবে। মৃতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী দিনে বৃষ্টি আরো বাড়বে। সতর্কতা জারির পাশাপাশি চার দিন ধরে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া ভবন। রাজধানীর বহু এলাকা এখনো জলমগ্ন।
 
এ ছাড়া রবি ও সোমবার ভারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্ষার মৌসুমে দিল্লিতে ৬৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। কিন্তু শুধু শুক্রবারই গোটা মৌসুমের এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে। এক দিনে ২২৮ মিলিমিটার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে গোটা রাজধানী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৬ সালের পর থেকে জুন মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত এটি।


শুধু দিল্লিই নয়, উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলোতেও আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া ভবন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং রাজস্থানে ৩ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয়, এই সময়ের মধ্যে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্য প্রদেশের কিছু অংশে অতিভারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারে ভারি বৃষ্টির জেরে বিপদসীমা ছুঁয়েছে গঙ্গা। সুখী নদী উপচে পড়ায় বহু রাস্তা ও বাড়ি প্লাবিত হয়েছে।