• বৃহস্পতিবার ০৪ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৬ জ্বিলহজ্জ ১৪৪৫

কলকাতায় ছিনতাই কেরানীগঞ্জে আইফোন উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বেনিয়াপুকুর এলাকার পার্ক সার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রবিবার শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে ফোনটি উদ্ধার করা করা হয়। 

পুলিশ জানায়, গত বছরের ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানাধীন পার্ক সার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলি নামের এক নারীর আইফোন ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। তবে ফোনটি বাংলাদেশে পাচার হয়ে গেছে বলে মোটুসীকে জানায় ভারতের সাইবার পুলিশ।  এক পর্যায়ে মৌটুসী জানতে পারেন, ডিএমপির শাহজাহানপুর থানার এসআই মিলটন অনেকের হারানো ফোন উদ্ধার করে দিয়েছেন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসআই মিলটনের সঙ্গে যোগাযোগ করেন মৌটুসী।

এসআই মিলটন কুমার দেব দাস বলেন, ‘ভুক্তভোগী মৌটুসী গাঙ্গুলিকে ফোনটির ব্যাপারে আমি নিয়মিত আপডেট দিতাম। মৌটুসী ফোনটির আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি হাল ছাড়িনি। অবশেষে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফোনটির সন্ধান মেলে। পরে কেরানীগঞ্জ থেকে ফোনটি উদ্ধার করি।’ তিনি আরো জানান, যিনি ফোনটি ব্যবহার করছিলেন, তিনি মোবাইলের দোকানি। মাত্র ১৭ হাজার টাকায় ফোনটি কেনেন। ভারত থেকে ফোনটি কেনা হয়েছে দাবি করে ওই দোকানির কাছে বিক্রি করেন এক ব্যক্তি। ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মৌটুসীকে হস্তান্তর করা হবে।