• শনিবার ০৬ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২২ ১৪৩১

  • || ২৮ জ্বিলহজ্জ ১৪৪৫

শিক্ষার্থীরা এলেও আসেনি কোনো শিক্ষক!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝড়ছিল। এর মধ্যেই কেউ ভিজে, কেউ বা ছাতা নিয়ে হাজির স্কুলে। সবমিলিয়ে ২০ জনের মতো শিক্ষার্থী উপস্থিত হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত আসেননি কোনো শিক্ষক। না আসার কারণ হিসেবে বৃষ্টি এবং আগামীকাল বুধবার মূল্যায়ন পরীক্ষার অজুহাত দিয়েছেন শিক্ষকরা।

এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের 'জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ে'। ষষ্ঠ শ্রণি থেকে দশম শ্রণি পর্যন্ত ওই বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী আছে বলে জানা গেছে। শিক্ষকরা স্কুলে না আসায় কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এতে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকদের স্কুলে উপস্থিত না হওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, স্কুলের বারান্দায় ১৫-২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তবে স্কুলে কোনো শিক্ষককে দেখা যায়নি। তাদের কক্ষগুলোও তালাবদ্ধ দেখা গেছে ভিডিওতে। রতন মিয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। না আসার কারণ জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন। এর পর থেকে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে স্কুলে শিক্ষক না আসার কারণ সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী বলেন, আমার মেয়ের বিয়ের জন্য আমি তিন দিনের ছুটি নিয়েছি।  স্কুলের মূল্যায়ন পরীক্ষার জন্য শিক্ষকদের যার যার প্রশ্ন আনার কথা। বৃষ্টির জন্যও স্কুলে যেতে সমস্যা হয়। এর পর থেকে যেন এমনটা না হয় আমি খেয়াল রাখব।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে  মঙ্গলবারের শিডিউলে ক্লাস ছিল। এ ছাড়া  মূল্যায়ন পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার কথা ছিল শিক্ষকদের।