• সোমবার ২৯ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১৪ ১৪৩১

  • || ২১ মুহররম ১৪৪৬

গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০২৪  

ঢাকার ধামরাইয়ে হাইকোর্টের নির্দেশনায় বায়ুদূষণকারী অবৈধ দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া ও ৪ লাখ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন।

ধামরাইয়ের ডেমরান এলাকার মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, হাইকোর্টের নির্দেশে ইটভাটা দুটি গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার কাঁচা ইটও নষ্ট করে দেওয়া হয়েছে। বায়ুদূষণকারী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।