• সোমবার ২৯ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১৪ ১৪৩১

  • || ২১ মুহররম ১৪৪৬

বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

ঢাকার আশুলিয়ায় পাওনা টাকা না দেওয়াকে কেন্দ্র করে জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাড়াটিয়া এক তরুণের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘাতক তরুণ পলাতক রয়েছে।

আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী লাল মিয়া মসজিদের সামনে লতিফ ভান্ডারীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের ছেলে আবু তালেব (২৬) বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিহত জয়নাল আবেদীন রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা এলাকার মৃত বারোমনছেরের ছেলে। ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া থেকে গাঁজার ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক ওই তরুণের নাম পরিচয় পাওয়া যায় নি। সে নিহতের ছেলে আবু তালেবের বন্ধু ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জয়নাল ওই তরুণের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এই টাকা ফেরত চাইলে টালবাহানা করেন জয়নাল। টাকার বেশি চাপ দিলে গাঁজা বিক্রির কথা ফাঁস করে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিত জয়নাল। ধারের এই ২০ হাজার টাকা না পেয়ে সুযোগ বুঝে রাতের কোন একসময় শ্বাসরোধ করে হত্যা করে জয়নালকে। ঘটনার পরেই ওই তরুণ পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের ছেলে তালেব বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামি ওই তরুণের বিস্তারিত পরিচয় শনাক্তসহ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।