• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

অস্ট্রেলিয়ার বিদায়ের সঙ্গে শেষ ওয়ার্নারেরও

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য ঝুলে ছিল বাংলাদেশের হাতে। কিন্তু অস্ট্রেলিয়ার ভাগ্যদেবী হতে পারেনি বাংলাদেশ। তাই আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারে সেমির লড়াই থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। এখন দেশে ফেরার বিমান ধরতে হবে ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের।

তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ার্নার। প্রথমে ওয়ানডে, পরে টেস্ট ও সর্বশেষ ইতি টানলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ার্নারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দেখল ক্রিকেট বিশ্ব। নিজের সময়ে ব্যাট হাতে বোলারদের শাসন করেছেন। সময়ের সেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রায় সব শিরোপাই জিতেছেন। ক্যারিয়ারে সে অর্থে আক্ষেপের কিছু নেই। তবু শেষটা হয়তো আরেকটি শিরোপা দিয়ে রাঙাতে চেয়েছিলেন।

কিন্তু ভাগ্য অস্ট্রেলিয়ার দিকে ফিরে তাকায়নি। ওয়ার্নারের বিদায়ের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি পোস্টে। যেখানে ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান উল্লেখ করে ক্যাপশনে লেখা হয়েছে, 'সব সময়ের সেরাদের একজন। আমরা তোমাকে মিস করব।' অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলেছেন ওয়ার্নার। ১৪২.৪৭ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩২৭৭ রান ওয়ার্নার। ওয়ার্নারকে তাই মনে রাখতে বাধ্য অজি সমর্থকরা।